Serach Vehicles with GPS

অটল জী অটল ( অবনী ভূষণ বালা)

! অটল জী অটল !

************
(অবনী ভূষণ বালা)
সিলেট পেন্সিল দিয়ে খেলতে খেলতে
যে ছেলেটি অক্ষর শেখার আগেই
অখন্ড ভারতের ছবিটা একেঁছিল
অক্ষর চিনতেই কবিতায় কথায় গাঁথায়
ভারত মায়ের প্রসন্ন মুখ এঁকেছিল
সে আর কেউ নয়, সেই অটলজী।

অনর্গল লিখতো বলতো যে ছেলেটি
কোটি কোটি ভারত মায়ের সন্তানের কথা
দেশের সার্বভৌমিকতা, সংগতির কথা
একদিন সেই ছেলেটাই বসল –
ভারত মায়ের প্রধান সেবকের আসনে।

শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন অগ্রগতি প্রগতি ছিল
ছিল তাঁর জীবনের ধ্যান জ্ঞান ব্রত,
সেই পবিত্র সত্যানুসন্ধানী দেশের রূপকার
ভারত মায়ের আদর্শ সন্তান ত্যাগী দানি
বিচক্ষন কূটনিতীবিদ তিনি অটলজী।

ভারতকে ভালোবেসেছিলেন মায়ের মতো
ভারতবাসীকে বন্ধুর মতো ভাইয়ের মতো,
তাঁর কথা, তাঁর ভাষা লেখা চিন্তা ভাবনা
দেশের কোটি কোটি ভারতবাসিকে নিয়ে
৯৩এ থমকে, পড়ন্ত বিকালে ৫.৫ টায়
১৬ই অাগস্ট বৃহস্পতির ভরা সন্ধ্যায়
ভারত মায়ের কোলে শুয়ে চির নিদ্রায়,
অটলজী অটলই রবে ভারতীয়র হৃদয় কোঠায়।

(লেখক -কবি অবনী ভূষণ বালা)

 

KonkanMail Desk

WE RESPECT YOUR OWN LANGUAGE , LITERATURE , CULTURE , CRITICS ,TIPS ,ENVIRONMENTAL JUDGEMENT : FLOCKING TO GATHER THE WORLD-MOST GOODNESS

One thought on “অটল জী অটল ( অবনী ভূষণ বালা)

Contact us

Tag Cloud

Posts in respected Languages

Skip to toolbar