লক্ষী পূজা

আজ আমার আলয়
আলোয় আলোকময়
মা লক্ষ্মী আসছে ঘরে
পূজার হোলো তয় ¶
ধুপ ধুনুচী দ্বীপ জালিয়ে
বরন করি গো
উলু ধ্বনি, শংখ নাদে
সুহাগ দ্যাখাই গো
ধনধান্য ভরবে ঘর
পরিজন থাকবে শান্তিময়
আজ আমার আলয়
আলোয় আলোকময়
মা লক্ষ্মী আসছে ঘরে
পূজার হোলো তয় ¶
ভক্তি ভরা পাঁচালী পড়ে
মাহিত্ব শুনাই গো
অবন্তী নগরে চাঁদ সৌদাগর
ঘট বসায় গো
মা লক্ষ্মীর কৃপায় হোলো
বানিজ্য সম্পূর্ণ সফলময়
আজ আমার আলয়
আলোয় আলোকময়
মা লক্ষ্মী আসছে ঘরে
পূজার হোলো তয় ¶
আলপনাতে সাজাই সদর
মায়ের পদচিহ্ন পর
ধনী গরীব আমন্ত্রিত
সকলেই মান্যবর
মুরখি মোয়া লাডু খোয়া
ফল ফলাদি পরিবেশনায়
আজ আমার আলয়
আলোয় আলোকময়
মা লক্ষ্মী আসছে ঘরে ,পূজার হোলো তয় ¶
গুপীর গান(ভালো লাগলে শেয়ার কোরো )