রবিবার বিকালে হয়ে গেলো “চলো পাল্টাই” এর কম্বল বিতরণ কর্মসূচি।

চলো পাল্টাই’ কালনা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যাশায় নিরন্তর ভাবে কাজ করে চলেছে।
চলো পাল্টাই আগের বছরের মতো এ বছরও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল শীতকালীন মরসুমে অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আমাদের আজ ১৩ই ডিসেম্বর, ২০২০ কম্বল বিতরণ অনুষ্ঠিত হলো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী কালনা তথা রাজ্যবাসীর গর্ব সৃজা ঘোষ।
প্রায় বাইশ টি দেশের ৬৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে, সৃজা সেখানে তৃতীয় স্থান অধিকার করে। তাকে সংবর্ধিত করার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা হয়।
ছিলেন বিশিষ্ট নাগরিক সমাজ সেবী ও প্রাক্তন সেনা অফিসার শ্রী নরেশ কুমার দাস।
দুঃস্থ মানুষগুলোর সাথে কিছুটা উষ্ণতা ভাগ করে নিতে পেরে চলো পাল্টাই এর সদস্যবৃন্দ আনন্দিত।

আপনাদের সাহায্য ও আশীর্বাদ কে পাথেয় করে আমরা আরো এগিয়ে যাব এই আমাদের শপথ।
