সত্যি
(অবনী ভূষণ বালা)
মিথ্যা তখন সত্যি হাসে
যখন সত্যি মিথ্যা হয়
ন্যায়ের খোঁজে মিথ্যা জালে
কত সত্যির মৃত্যু হয়।
সত্যি যখন মাথা খুঁটে
সত্য নায়ের পেছন ধায়
সকল সত্যিই মিথ্যায় ভরে
যখন রাজা মিথ্যা কয়।
জ্যান্ত সত্যি মরছে কত
নেতার স্বার্থে ধ্বংস হয়
নিরব সত্যি ভয়ে কাঁপে
মিথ্যার যখন জয়ী হয়।
সম্মুখে ভাঙ্গে সৌধ ভাঙে
সবাই দেখে মুখ লুকায়
শাবল গাঁইতি লাঠির ঘায়ে
কেনা বিচার কি দেখতে পায়?
মোড়ল যখন জল্লাদ নেতা
বিচার মরে মাথা খুঁড়ে মূর্খতায়
সত্যি বিচার চাইছে সবে
শুনতে পারে হাঃ হাঃবড্ড হাসি পায়।

